তৈয়ব চৌধুরী লিটন,নগর প্রতিবেদক: নগরের রিয়াজুদ্দিন বাজারের এম কে সুপার কমপ্লেক্সের ২য় তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আজ মঙ্গলবার(১০ জুন)বিকাল ৩টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে নন্দন কানন ফায়ার স্টেশনের ২টি ইউনিট আসে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
অগ্নিকান্ডে দোকানটির গার্মেন্টস পণ্য ও ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোন ব্যক্তি আহত-নিহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে.এম গোলাম মোর্শেদ খান।
এসময় ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে ক্ষতিপূরণ নিশ্চিত করার আশ্বাস দেন তারা।
Post Views: 152




