নিজস্ব প্রতিবেদক: একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সময়ের নির্ভরযোগ্য দলিল হিসেবে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেই দলিল সংগ্রহ ও সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ শুক্রবার(৩০ মে) ‘তারুণ্যের উৎসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন’র অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল এসব কথা বলেন।
তিনি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ফিল্ম আর্কাইভের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অডিও-ভিজ্যুয়াল আর্কাইভ’-এর অন্যতম সদস্য। এ দুই আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্রিয় যোগাযোগ রয়েছে। চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার বলে এসময় তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন চলচ্চিত্র সংসদের কার্যকরী সদস্য আশেকুল মোস্তফা আবরার।
মহাপরিচালক বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বর্তমানে আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি ফিল্ম আর্কাইভের সক্ষমতা আরো বাড়াতে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এযাবৎ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সংবাদচিত্রসহ মোট ১০ হাজার ৭৮২টি চলচ্চিত্র সংরক্ষণ করা হয়েছে। ফিল্ম আর্কাইভের সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে পুস্তকসহ সংগৃহীত বিভিন্ন সামগ্রীর সংখ্যা ৮৬ হাজার ৯৩০ টি। আর্কাইভের ডিজিটাল ল্যাব অদ্যাবধি ১ হাজার চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র ডিজিটাল ফরমেটে রূপান্তর করেছে । এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিপারপাস হল, প্রজেকশন হল, সেমিনার হল এবং দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে আরো বেশি কাজ করতে আগ্রহী।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পিআইডি সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, চঃবিঃ চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আবিদ হাসান জয়, সদস্য রাখিন, সৌরভ জাহান শুভ, সদস্য অন্তর মণ্ডল. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এসি সুপার ভাইজার কিবরিয়া সিদ্দিকী প্রমূখ।
সভায় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।




