প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার(০১ মে)বিকালে মে দিবস উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী পূর্বে কাজীর দেউরী চত্বরে সংক্ষিপ্ত এক সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক দলের সহ-সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য, কোতোয়ালী থানার সভাপতি রমজান আলী মুরাদ, শ্রমিক নেতা মমতাজ সর্দার, মো. আব্দুর শুক্কুর, লোডিং আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের নেতা মো. ফারুক, আবুল কাশেম খান প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ১৮৮৬ সালে আমেরিকায় হে-মার্কেটে আজ থেকে ১২৮ বছর পূর্বে একটি ক্ষুদ্র কারখানা থেকে আন্দোলনের সূচনা হয়েছিল। তারই ফলশ্রুতিতে বিশ্বব্যাপী মে দিবস ইতিহাসে স্থান করে নিয়েছে। তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের চোখের ভাষা বুঝতে পারেনি। আজকে বাংলাদেশে অতীতে স্বৈরশাসক অনুধাবন করতে পারেনি বিধায় তার পরিণতি দেশ-বিদেশের মানুষ দেখেছে। বর্তমানেও যারা ক্ষমতালিপ্সু হয়ে নির্বাচন না করে থেকে যেতে চায় তাদের এ বিষয়টি স্মরণ রাখা দরকার। এদেশের শ্রমিক জনতা জেগে উঠলে যে কোন মুহুর্তে বিপ্লব ঘটে- যা ইতিহাস সাক্ষী। স্বৈরাচার এরশাদ, ফখরুদ্দিন ও হাসিনা তারই প্রমাণ।
বিশেষ অতিথি সাইফুল আলম বলেন, মে দিবসটি শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা এটি শ্রমিকদের গর্বের বিষয়। শ্রমিকদের অধিকারের কথা জাতির সামনে উঠে আসে।
বিশেষ বক্তা সনজয় আচার্য্য বলেন, মে দিবস বিশ্বব্যাপী শ্রমিকদের ঐক্যের দিবস। যা আর কোথাও এ ধরনের দিবস উদযাপিত হয় না। সংগ্রামের ইতিহাসই হলো মে দিবসের ইতিহাস।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্রীয়ভাবে যে আউটসোর্সিং পন্থা চালু হয়ে তার শীঘ্রই বাতিল করা হোক। ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয় পত্র দিয়ে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক জনতার মহাসমাবেশে র্যালী সহকারে যোগদান করেন।




