প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বাদশা শিপন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আবদুল্লাহ আল নোমানের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শফিউল বাদশা শিপন বলেন, আবদুল্লাহ আল নোমান একজন সুদক্ষ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি প্রার্থনা করেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন আল্লাহ যেন তা সহ্য করার তওফিক দান করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে নিজ বাসায় মারা যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।




