প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে আজ বুধবার(১২ ফেব্রুয়ারি)বকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত(নিহত) পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো: নোমান হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সহকারী কমিশনার সাদমান সহিদ,সহকারী পরিচালক (প্রকৌশল), বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল রায়হানা আক্তার উর্থি সহ জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বিআরটিএ, চট্টগ্রাম সার্কেলের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।




