প্রেস বিজ্ঞপ্তি: কর্ণফুলী উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের দ্বি-মাসিক সমন্বয় সভা আজ সোমবার(১০ ফেব্রুয়ারি)সকালেকর্ণফুলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।দ্বি-মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কর্ণফুলী ও সাতকানিয়ার উপজেলা সমন্বয়কারী যারা সরাসরি গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন, গ্রাম আদালত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে নিয়মিত ভাবে গ্রাম আদালত আইন ও বিধিমালা অধ্যয়ন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নে মামলা ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করার তাগিদ দেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।




