রাউজান প্রতিনিধি: জেলা তথ্য অফিস চট্টগ্রাম এর উদ্যোগে আজ বুধবার(২৯ জানুয়ারি)সকালে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নারীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসকান্দার করিমের সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মীর হোসেন আহসানুল কবীর, পরিচালক, জেলা তথ্য অফিস, চট্টগ্রাম।
সমাবেশে বক্তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, গুজব, সাম্প্রদায়িকতা প্রভৃতি সামাজিক সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে নারীর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি, তথ্য অধিকার বিষয়েও আলোচনা করা হয়।
Post Views: 173




