সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আজ বুধবার(২৯ জানুয়ারি) দুপুরে তার কার্যালয় থেকে ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন। সৈয়দ হাসিন আহমদ মিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
Post Views: 143




