নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায়, চট্টগ্রাম শহরমুখী চলন্ত পিকআপের গতিরোধ করে তল্লাশি চালিয়ে লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করেছে ৫০ কেজি গাঁজা।
আজ বুধবার (২৯ নভেম্বর)ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় ওই গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো কালে গাড়ির গতিরোধের সাথে সাথে কৌশলে দ্রুত গা ঢাকা দেয় চালকসহ গাড়ির দু’জন। ফলে গাঁজা পাচারে জড়িতদের আটকানো যায়নি। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় পুলিশ।
সূত্রমতে পিকআপটি গাঁজা নিয়ে ছেড়ে অসে কক্সবাজার থেকে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
Post Views: 199




