প্রেস বিজ্ঞপ্তি: যথাযথ রাষ্ট্রিয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ ছাফা’র নামাজে জানাজা ও দাফন।আজ মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকাল ১১ টায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালগাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।
জানাজার পূর্বে ফটিকছড়ি উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল আমিন এর নেতৃত্বে পুলিশ কর্মকতা সহ মুক্তিযোদ্ধারা মরহুমের কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত এবং উপজেলা প্রসাশন ও মুক্তিযোদ্ধার পক্ষ থেকে পৃথকভাবে কফিনে পুষ্পমাল্য অর্পন করেন।। এরপর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধা আহম্মদ সাফা’র প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান।
নামাজে জানাজায় সহকারি কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, মোহাম্মদ ইলিয়াস, মাহাবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু আহম্মদ,পুলিশ কর্মকতা, ব্যবসায়ী নেতা নুরুল আনোয়ার, বিএনপি নেতা নাজিম উদ্দীন বাচ্চু, সাংবাদিক মোহাম্মদ ফারুক, মরহুমের সহযোদ্ধা, এলাকার গনমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন সহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন হাদীনগর দরবার শরীফের সাজ্জাদানশীন, শহীদুল আলম শাহ আল হাদী। পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে বাড়ীর পাশ্ববর্তী কবরস্থানে তাকে দাফন কার হয়।
উল্লেখ্য, গতকাল ২৭ জানুয়ারি সোমবার নগরীতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত মুক্তিযোদ্ধা আহম্মদ ছাফা পাক্ষিক মাঠের লড়াই এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফারুকের ভগ্নিপতি ।




