চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দাতিনাখালী পাড়া এলাকায় বসতবাড়ির উঠান ও চলাচল পথ জবর দখেেল ব্যর্থ হয়ে স্থানীয় মোহাম্মদ ফারুক নামের এক নিরহ পরিবারকে একেরপর এক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে গত চারবছর ধরে নির্যাতন থেকে মুক্তি পেতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বদরখালী ফেরীঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ফারুকের পরিবার সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গৃহকর্তা মোহাম্মদ ফারুক, তাঁর কলেজ পড়ুয়া ছেলে মোহাম্মদ মোরশেদ, মেয়ে নাসরিন সুলতানা, ভাই আবু ছাদেক।
এসময় উপস্থিত ছিলেন ফারুকের ছেলে খোরশেদ আলম, মোহাম্মদ তফসির, মেয়ে উন্মে হাবিবা এবং এলাকার বিভিন্ন পেশার নাগরিকরা।
ভুক্তভোগী মোহাম্মদ ফারুকের মেয়ে নাসরিন সুলতানা বলেন, বাড়ির সামনে উঠান একমাত্র চলাচলের পথ। এই চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণের চেষ্টা করেছিল আমার চাচা বেলাল হোছাইন ও নাজেম উদ্দিন। আমার বাবা ও ভাইয়েরা এই অবৈধ জবরদখলে বাধা দেওয়ায় উল্টো হামলা চালিয়ে তারা পরিবার সদস্যদের মারধর করে। এ ঘটনার জেরে ¯বিভিন্ন মামলায় জড়িয়ে আমার বাবা, ভাইকে গত চারবছর ধরে চরমভাবে হয়রানি করে আসছে। তাদের ধারাবাহিক মিথ্যা মামলায় হয়রানি এবং শাররীক নির্যাতনে আমরা দিশেহারা।
তিনি বলেন, তারা এতটাই নিষ্টুর হয়েছে যে, গত রমজান মাসে আমাদের পৈতৃক টিউবওয়েল থেকে পানি পর্যন্ত খেতে দেয়নি। এ ঘটনা নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগও করা হয়েছিল। তারা অত্যান্ত খারাপ লোক, এলাকার কারো কথা মানে না। শুধুই নিজেদের স্বার্থটিই দেখে।
মোহাম্মদ ফারুক বলেন, বাড়ির সামনের উঠান ও চলাচলের পথ খোলা রাখতে ইতোপূর্বে আদালত ও স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সুস্পষ্ট আদেশ থাকলেও অভিযুক্তরা তা মানতে চায়না। তাঁরা বারবার চলাচলের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও তাঁরা জবরদখল চেষ্টায় ব্যর্থ হয়ে এখন সাজানো ঘটনা দেখিয়ে মিথ্যা মামলায় আসামি করে আমার পরিবার সদস্যদের হয়রানি করছেন। এভাবে জিন্মি করে রেখেছে তারা।
গৃহকর্তা ফারুকের ছেলে মোহাম্মদ মোরশেদ বলেন, গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ এনে চাচা বেলাল হোছাইন গত ২ জানুয়ারি চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মানববন্ধন পরবর্তী বদরখালী দাতিনাখালী পাড়ার নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেছেন নিরহ মোহাম্মদ ফারুকের পরিবার।
সংবাদ সম্মেলনে একটি চলাচল পথ নিয়ে দখলবাজ চাচা চক্রের মুখোশ উন্মোচন করে জড়িত চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারটি প্রশাসন ও আদালতের কাছে সুবিচার কামনা করছি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাজানো মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।




