মহিউদ্দিন সাগর,নগর প্রতিবেদক: নগরীর হালিশহর থানাধীন পূর্ব রামপুর ঈদগাহ রোড়ে জনপ্রিয় মডেল শিক্ষা প্রতিষ্ঠান আহলে বাইত (রহ;) মডেল মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার উৎসব ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত সোমবার দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুফি গবেষক ও এটিএন নিউজ এবং দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ।
আহলে বাইত (রহ;) মডেল মাদ্রাসার পরিচালক ও সিনিয়র সহ সভাপতি আবদুল আজিম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মাদ্রাসার সহ সুপার শাহাদাত ফারুক সৌরভ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও স্কুলের উপদেষ্টা সিরাজুল ইসলাম,দিদারুল আলম। আরও উপস্থিত ছিলেন হাফেজ মামুন, নুরুল মোস্তফা আরজু,হাফেজ আরিফুল ইসলাম,হাফেজ শাফায়াত,হাফেজ মামুনুর রশিদ,সোয়াদ,রাফি,আকিব সহ প্রমূখ।




