প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অফিসের ব্যবস্থাপনায় জাতীয় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের ৯ম বর্ষপূর্তি গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, উদ্বোধক ছিলেন সাম্প্রতিক দেশকালের ম্যানেজার সার্কুলেশন এন্ড কমিউনিকেশন আলমগির হোসেন।
চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেলের সার্বিক তত্বাবধানে ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী জসিমুল হক চৌধুরী, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম তাওছিফ, আসিফ ইকবাল, দিলীপ দে, প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সদস্যবৃন্দ, একক আবৃত্তি পরিবেশন করেন আশিক আরেফিন, এঞ্জেলা, গান পরিবেশন করেন গণসংগীত শিল্পী হানিফ চৌধুরী, শিউলি, নৃত্য পরিবেশন করেন শিল্পী মারমা।
বক্তারা বলেন, সৎ সাংবাদিকতা করতে গেলে অনেকরকম বাধা আসবে তবুও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।