বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি: পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র (পিসিসিপি)” ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে “শিক্ষা সামগ্রী উপহার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে উক্ত শিক্ষা “সামগ্রী উপহার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ’র সভাপতিত্বে জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বান্দরবান জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য খুরশিদা ইসহাক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।
এসময় অতিথিবৃন্দ প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেন।




