প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ষোলশহর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে শহীদ জিয়া স্মৃতিফলকে কর আইনজীবী ফোরামের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত এক সভা কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সনজয় আচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের নেতা রশিদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো ইয়াসিন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আবু বক্কর, মোঃ আব্দুর শুক্কুর, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান পাকিস্তান স্বৈরাশাসকের বিরুদ্ধে চট্টগ্রাম বিপ্লব উদ্যান থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ইতিহাসের একটি অংশ এই বিপ্লব ও সংহতি দিবসে আজকের ছাত্র জনতা শ্রমিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুন:উদ্ধার সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আগামী তো সেই ঐক্যতা বজায় রাখতে হবে।
প্রধান বক্তা বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নাই। গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
সভাপতি তার বক্তব্য বলেন, যেকোনো প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সর্বস্তরের পেশাজীবীরা ছাত্র ও শ্রমিক জনতার পাশে থাকবো। অতীতের ন্যায় ভবিষ্যতেও গণতন্ত্রের পতাকা নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।




