প্রেস বিজ্ঞপ্তি: বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টার সময় স্টেশন রোডস্থ বন্দর বিতান মার্কেটে সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম বঞ্চিত হকার্স (ফেরিওয়ালা) সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। কমিটির দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন কমিশনার চট্টগ্রাম জেলার সমবায় কর্মকর্তা জেলা সমবায় পরিদর্শক শাহ এরফানুল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, সহ-সভাপতি মাহবুব রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান, সদস্য মোহাম্মদ ইসহাক, সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন রানা, সদস্য মোহাম্মদ মনির উদ্দিন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ রিজওয়ানুল হক, মোহাম্মদ জাকির হোসাইন, শাহ এরফানুল হক, বন্দর বিতান মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হাসান।
এ সময় সমবায় কর্মকর্তা বলেন, অতীতের কমিটি অত্র সমিতির সদস্যদের অধিকার খর্ব করেছে। তা যেন আগামীতে না হয়, আপনারা সে দিকে লক্ষ্য রাখবেন। আমরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করেছিলাম। উক্ত তফশিলের মাধ্যমে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আপনারা নির্বাচিত হয়েছেন। তাই আজকেই দায়িত্ব আপনাদের উপরে দায়িত্ব অর্পণ করা হলো। এরপরে আপনারা একটি কার্যনির্বাহী কমিটির সভা ডাকবেন। উক্ত সভার পরবর্তী দিন থেকে ৩ বছরের জন্য আপনাদেরকে এই সমিতি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হলো।
সমিতির সভাপতি বলেন, পুনরায় নির্বাচিত হয়ে এই সমিতির সকল সদস্যদের কল্যাণ সাধনের জন্য যা কিছু করার দরকার আমরা তা করার জন্য অতীতের ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমাদের উপর এই পবিত্র দায়িত্ব অর্পণ করার জন্য চট্টগ্রাম জেলার সমবায় কর্মকর্তাবৃন্দ মার্কেটে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যথাযথ চেষ্টা করব সমিতির সকল স্তরের সদস্যদের কল্যাণমূলক ও মার্কেটের উন্নয়নের সকল কর্মকাণ্ড যেন আমরা করতে পারি। আপনাদের সর্বাত্ম ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।




