প্রেস বিজ্ঞপ্তি: সারাদেশের ন্যায় বাঁশখালী উপজেলাতেও শুরু হয়েছে জরায়ুমুখ ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচআইভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাহারছড়া ইউনিয়নের ৩৯ নং পশ্চিম বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই টিকাদান কর্মসূচীর কার্যক্রম শুরু হয়।
টিকাদান কর্মসূচীতে উপস্থিত থেকে কিশোরীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফাহমিদা সুলতানা, বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মিসেস নুর বেগম, সাংবাদিক ও প্রকাশক এম জসিম উদ্দিন, স্বাস্থ্য সহকারী মেরি নারী শীল, মাষ্টার জাহাঙ্গীর আলম, পরিবার কল্যাণ সহকারী লুৎফর নাহার, স্বেচ্ছাসেবী সখিনা ইয়াসমিন, ডেজি আকতার প্রমুখ।
নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে ৫ ম থেকে ৯ ম শ্রেণীতে পড়ুয়া ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের দেহে এক ডোজ করে টিকা প্রধান করা হয়। টিকাদান কর্মসূচীতে কিশোরীদের সাড়া মিলছে ব্যাপক।
সারাদেশের প্রায় ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনামূল্যে এ টিকার আওতায় এনেছে সরকার। ১৮ দিনব্যাপী চলবে এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী।




