প্রেস বিজ্ঞপ্তি: রাঙ্গুনিয়া উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নের দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নাতি রাহনুমায়ে শরীয়ত ও তরিকত কুতুবে জমান মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর সন্তান হিজরী নববর্ষ উদযাপন পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে সাহেব খানকাহ-এ পীর,রাজপথে বীর খ্যাত দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মাঃজিঃআঃ)-র ৫৪তম খোশরোজ শরীফ উপলক্ষে আজ বুধবার(২৩ অক্টোবর) এক বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্টিত হয়।
বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার আঙিনায় মাদরাসা ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ মাঃজিঃআলী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লাম জসিম উদ্দিন আবেদী আলকাদেরী, প্রভাষক রবিউল হোসাইন সুমন, শিক্ষক মাওলানা আরিফুর রহমান রাশেদ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ মাওলানা, বেতাগী রহমানিয়া মাদরাসা এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান।




