প্রেস বিজ্ঞপ্তি: বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা পর্যােয়ে টাস্ক ফোর্স কর্তৃক আজ রবিবার (১৩ অক্টোবর) নগরীর বৃহত্তম পাইকারী ও খুচরা বাজার রেয়াজউদ্দীন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

জেলা টাস্কফোর্স এর সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান ও সদস্য সিদরাতুল মুনতাহা, কৃষি বিপনন অধিদপ্তরের মোঃ কামাল উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জুবাইরুল আলম মানিক, তাওহিদুল ইসলাম সাঈদ, জেলা প্রানিসম্পদ, জেলা মৎস্য অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অভিযানে বেশ কিছু দোকানে নানা অনিয়ম পেলেও প্রথম দিন হিসাবে তাদেরকে সতর্ক করা হয়। অভিযানে মুল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না থাকাসহ অনেক দোকানে ওজন স্কেলের ত্রুটি পাওয়া যায়। জেলা টাস্ক ফোর্স পরবর্তীতে এভাবে ছাড় দেয়া হবে না বলে পরিস্কার ভাবে জানিয়ে দেন। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি: বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা পর্যােয়ে টাস্ক ফোর্স কর্তৃক আজ রবিবার (১৩ অক্টোবর) নগরীর বৃহত্তম পাইকারী ও খুচরা বাজার রেয়াজউদ্দীন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

জেলা টাস্কফোর্স এর সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান ও সদস্য সিদরাতুল মুনতাহা, কৃষি বিপনন অধিদপ্তরের মোঃ কামাল উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জুবাইরুল আলম মানিক, তাওহিদুল ইসলাম সাঈদ, জেলা প্রানিসম্পদ, জেলা মৎস্য অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অভিযানে বেশ কিছু দোকানে নানা অনিয়ম পেলেও প্রথম দিন হিসাবে তাদেরকে সতর্ক করা হয়। অভিযানে মুল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না থাকাসহ অনেক দোকানে ওজন স্কেলের ত্রুটি পাওয়া যায়। জেলা টাস্ক ফোর্স পরবর্তীতে এভাবে ছাড় দেয়া হবে না বলে পরিস্কার ভাবে জানিয়ে দেন। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।