সংবাদ বিজ্ঞপ্তি: এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার মাধ্যমে অধিকার ভিত্তিক একটি স্বতন্ত্র রাজনৈতিক পার্টি। আওয়ামী দুঃশাসনের পতনে বিপ্লবী ছাত্রজনতার সাথে এবি পার্টির ভূমিকা ছিল অনন্য। নিবন্ধন পাওয়ার পর আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি কক্সবাজার জেলার এক যৌথসভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৬ আগষ্ট) বিকেলে কক্সবাজারের একটি হোটেল এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নিবন্ধনের সব শর্ত পুরণের পরেও আওয়ামী দুঃসাশনের সময় নিবন্ধন দেয়া হয়নি। ৫ আগষ্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার নিবন্ধন দিয়ে একটি যৌক্তিক দাবী পূরণ করেছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে কক্সবাজার এবি পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা এবি পার্টির আহবায়ক এড. এনামুল হক সিকদার।
সভায় প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কাসেম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব কক্সবাজার জেলা সদস্য সচিব এড. গোলাম ফারুক খান কায়সার।
সভায় ঐতিহাসিক ভূমিকায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জেলা যুগ্ম আহবায়ক শামসুল হক শারেক, জেলা যুগ্ম আহবায়ক ভিপি সৈয়দ করিম, জেলা যুগ্ম সদস্য সচিব এড. আমিন উদ্দিন চৌধুরী, জেলা যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান, উখিয়া উপজেলা আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরী, রামু উপজেলা আহবায়ক হাফেজ আব্দুল হাই, যুব নেতা নাছির উদ্দিন, মহেশখালী উপজেলা আহবায়ক আব্দুল হান্নান ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি এবং ছাত্র পক্ষের নেতা আসিফ বাপ্পি। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, জেলা যুগ্ম সদস্য সচিব যুব পার্টির কেন্দ্রীয় নেতা সরওয়ার সাঈদ।




