প্রদীপ দাশ কক্সবাজার (সদর) প্রতিনিধি: চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন বন্ধ ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার পুরাতন শহিদ মিনার (গুমগাছতলা) চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ, কমরেড সমীর পাল, বাংলাদেশ জাসদ নেতা একে ফরিদ আহমদ, সিপিবি সদস্য পুলিন দে ও খেলাঘর সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন।
উপস্থিত ছিলেন কবি অমিত চৌধুরী, বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা সহ সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, এইম.এম নজরুল ইসলাম, সৌরভ দেব, মোছাদ্দিক আবু, রাহুল মহাজন, জয়ন্ত রাজু সামিরা রিমা ও আমান উল্লাহ প্রমুখ।
সমাবেশ সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের আহ্বায়ক মুক্তাদিল জয়।
সমাবেশে হঠাৎ করে পরিবহন মালিকদের সাথে আতাত করে ট্রেন বন্ধের হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে নিয়মিত ট্রেন চালু রাখার দাবি জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের কথা বলেন।




