খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন(২য় ধাপের নির্বাচনে) প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তিন উপজেলা পরিষদের নির্বাচনে একটিতে আওয়ামীলীগ ও অপর দুই উপজেলা পরিষদে ইউপিডিএফ প্রসীত গ্রুুপের সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম বিজয়ী হয়েছেন। তিনি(আনারস) প্রতীকে ১৬ হাজার ৮৩২ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী
কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সন্তোষিত চাকমা বকুল(দোয়াত-কলম) পেয়েছেন ৮ হাজার ৫৬৫ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ক্যউচিং মারমা(তালা) ১৬ হাজার ২৯১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: আসাদ উল্ল্যাহ(বই) পেয়েছেন ১০ হাজার ৩১৭ভোট। নারী ভাইস-চেয়ারম্যান পদে কল্যানী ত্রিপুরা(কলস) ১৭ হাজার ৪৭১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নিপু ত্রিপুরা(ফুটবল) পেয়েছেন ১১ হাজার ৬৭৭ভোট।
খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। ভোটার ৯২ হাজার ৮৬৪জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯জন।
পানছড়ি উপজেলা:
মঙ্গলবার(২১শে মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের টাউন হলে এই ফলাফল ঘোষণা করে উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মৌমিতা দাশ। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ মার্কা নিয়ে উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চন্দ্র দেব চাকমা।
পানছড়ি উপজেলা পরিষদের ইউপিডিএফ প্রসীত সমর্থিত চন্দ্র দেব চাকমা(কাপ পিরিচ) ২৪ হাজার ৮৩২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী মিটন চাকমা(আনারস) পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে সৈকত দেওয়ান(টিউবওয়েল) ২৪ হাজার ১৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কিরণ ত্রিপুরা ৭ হাজার ৩১৮ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন ফুটবল মার্কার প্রার্থী মনিতা ত্রিপুরা। নারী ভাইস-চেয়ারম্যান পদে মনিকা ত্রিপুরা(ফুটবল) ২১ হাজার ২৬৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুজাতা চাকমা(কলস) পেয়েছেন ১৮ হাজার ৭৪৭ভোট।
পানছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৫৬,০০৫ জন। ১৪২টি বুথে ভোট কেন্দ্র সংখ্যা ছিলো ২৫টি।
তার মধ্যে মোট পুরুষ ভোটার ছিলো ২৮,০২৪ জন। মহিলা ভোটার ছিলো ২৭,৯৮০ জন। হিজড়া ভোটার ছিলো ১জন। পানছড়ি উপজেলায় ভোট কেন্দ্র ২৪টি।
দীঘিনালা উপজেলা:
খাগড়াছড়ি দীঘিনালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ধর্মজ্যোতি চাকমা। দীঘিনালা উপজেলা পরিষদে ইউপিডিএফ প্রসীত সমর্থিত ধর্মজ্যোতি চাকমা(মোটর সাইকেল) ৩৩ হাজার ৫৩৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ১০ হাজার ভোটের ব্যাবধানে েসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো: কাশেম(আনারস) পেয়েছেন ২৩ হাজার ২৮৭ভোট। ৩৬ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন বাবু সুসময় চাকমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন সীমা দেওয়ান।
দ্বিতীয় ধাপে তিন উপজেলা খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১০জন, ভাইস-চেয়ারম্যান পদে ১২জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তিন উপজেলায় ভোটকেন্দ্র ১০২টির মধ্যে ৮১কেন্দ্র ঝুকিপূর্ণ ছিল। যার কারণে গতকাল ৪১টি কেন্দ্রে আর বুধবার সকালে ৬১টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৩জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার ভোট কেন্দ্র ৩৬টি। ভোটার রয়েছে ৯০ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৬ হাজার ৮১, মহিলা ভোটার ৪৪ হাজার ১১২ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১জন।




