আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এম এ মান্নান চৌধুরী। তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছিলেন। নির্বাচনের এক সপ্তাহ আগে তিনি নির্বাচনী মাঠ থেকে সরে যান।
মঙ্গলবার রাতে নগরীর সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সার্সন রোডস্থ বাসার বৈঠকে বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিয়েছেন।
এদিকে নির্বাচনে দ্বিধা দ্বন্দ্বে থাকা নেতাকর্মীদের মাঝে আনন্দ সৃষ্টি হয়। নির্বাচনী মাঠে এর কতটুকু প্রভাব পড়বে তা নিয়ে চলছে এলাকায় চুলচেরা বিশ্লেষণ। পর্যবেক্ষণ মহলের মধ্যে চলছে ভোটের হিসাব নিকাশ। রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। কে কখন কার পক্ষে অবস্থান নিচ্ছেন তা বলা মুশকিল।
বেশ কিছুদিন ধরে সাংগঠনিক শক্তিকে নিয়ে উপজেলা সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কার্যক্রম করছিলেন। গত ১ মে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি অধ্যাপক এম এ মন্নান চৌধুরীকে সমর্থন দেন। নেতাকর্মীদের নিয়ে জোরে সোরে প্রচারণা চালান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়।
এম এ মান্নান চৌধুরী বলেন, আমার অভিভাবক হচ্ছেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। উনার নির্দেশ আমার শিরোধার্য। আমি এ পর্যন্ত নেতার নির্দেশের বাইরে কোন কাজ করেনি। আজও করবো না। নেতা চাইছেন আমি নির্বাচন থেকে সরে যায়। আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের ইমেজ ধরে রাখতে যা যা করা দরকার তা করতেই আমি সবসময় প্রস্তুত ছিলাম। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে দোয়াত- কলম মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
বৈঠকে সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্বাচনী হিসাব নিকাশ করে সমর্থন পরিবর্তন করেন। তিনি তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন জানান। তৌহিদুল হক চৌধুরীর পক্ষে সকল নেতাকর্মীদেরকে ভোটের মাঠে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী গত দু’বার সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী এমপির সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও তৌহিদুল হক চৌধুরী তৃতীয়বারের মতো সাবেক ভূমিমন্ত্রী জাবেদ এমপির সমর্থন পেয়েছেন।
আগামী ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থন দিয়েছেন বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরীকে( দোয়াত কলম)।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি সমর্থন দিয়েছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক কে (আনারস)। ভোটে তৌহিদুল হক চৌধুরী ও কাজী মোজাম্মেল হক এর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। এই নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে।
আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের কদর বাড়ছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে ভোটের আগ্রহ কম। পাল্টাপাল্টি বক্তব্য ও নানা গুজবে সাধারণ ভোটার শংকিত। নির্বাচনের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।।




