প্রেস বিজ্ঞপ্তি: কর্ণফুলীস্থ হযরত শাহমীর (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে স্কুল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৃত্তিপরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ মে) বিকেলে ফকিরনিরহাট ফয়জুল বারী ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাওলানা আবু ছাদেক রেজভি আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান তালুকদার।
উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মামুনুর রশিদ তালুকদার।
প্রধান বক্তা ছিলেন ফয়জুল বারী ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে স্কুল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির কৃতী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক অভিভাবক সন্তানদেরকে ভালো ফলাফল অর্জনের জন্য চাপ দেন। এটি ঠিক নয়। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা সেদিকেও বিশেষ দৃষ্টি রাখতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষাঙ্গনে শিক্ষার মানও বাড়াতে হবে। আদরে ও শাসনে সন্তানদেরকে যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষরূপে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ আব্দুল মান্নান খান, ড. আল্লামা খলিলুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার মুহাম্মদ সাইফুদ্দিন, আওয়ামী ওলামালীগ নেতা মাওলানা ডা. মুহাম্মদ ইউনুস অহিদী, আল্লামা মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ সাদেক আলী আমিরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ মিজান, সুলতান আহমদ।
মুহাম্মদ আব্দুল মন্নানকে বৃত্তি পরীক্ষার সভাপতি এবং মুফতি আবু ছাদেক রেজভীকে সাধারণ সম্পাদক, ইঊনুছ অহিদীকে সাংগঠনিক, ছাদেক আলীকে পরিচালক এবং ইঞ্জিনিয়ার শহিদুল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রক ঘোষণা করা হয়। বিপুল সংখ্যক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




