চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রথম ধাপে অনুষ্ঠিত চারটি উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ৪টি উপজেলাতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট প্রহণ সম্পন্ন হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জেলার চার উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন চলে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
জেলার অপর উপজেলা লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী চাইথোইঅং মারমা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জোতি চাকমার চেয়ে ১২৬ভোটে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্র দখলের ঘটনায় দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফলা ঘোষণা স্থগিত রয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রটি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চাইথোয়াইঅং মারমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমার চেয়ে ১৩কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে ১২৬ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫হাজার ৫৩৬জন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: কামরুল আলম।
কেন্দ্রটির সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিক চৌধুরী বলেন, বহিরাগতদের অস্বাভাবিক উপস্থিতি দেখে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের পরবর্তী নির্দেশেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিজাইডিং অফিসার বিষয়টিকে হুমকির ঘটনা দেখে কেন্দ্রটিতে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রয়েছেন জানিয়েছেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
রামগড় উপজেলা:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে জেলার চার উপজেলার মধ্যে দু’টিতে বর্তমান চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছে।
বুধবার রাতে বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফলে খাগড়াছড়ি রামগড় উপজেলায় বিশ্ব প্রদীপ কুমার কার্বারী দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে লড়ে ১৩ হাজার ৮৪৩ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক।
দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী তার নিকটতম প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের পেয়েছেন ৮হাজার ৪৪৭ভোট। অপর প্রার্থী কংজঅং মারমা পেয়েছেন দুই হাজার ৭৯ভোট। এছাড়া ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আহসান নীলা।
বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুককে ৬ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে মোবারক হোসেন বাদশা বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১০হাজার ৯৭১। নাছিমা আহসান নীলা ৮হাজার ৪৩৭ ভোটে পরাজিত করেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তারকে। নীলার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬হাজার।
বুধবার রাত ৮টার দিকে রামগড় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো: জমির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল আটটা থেকে উপজেলার ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত চলে।
মানিকছড়ি উপজেলা:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে জেলার চার উপজেলার মধ্যে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছে। বুধবার রাতে বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফলে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা দ্বিতীয় বারের মতো মো: জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
মানিকছড়ির ২১টি কেন্দ্রে ৫৫হাজার ৭৪ জন ভোটের মধ্যে ভোট পড়েছে ৩০হাজার ৩শ ৯৪ভোট। যা মোট ভোটের ৫৫দশমিক ১৮শতাংশ। রাত সোয়া ৮টায় ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো: জয়নাল আবেদীন। তিনি পেয়েছেন ২২হাজার ৪৬২ভোট। তাঁর নিকটতম প্র্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম পেয়েছেন ৬হাজার ৩৬১ভোট।
অন্যদিকে ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। তিনি পেয়েছেন ১০ হাজার ২২৩ ভোট। তাঁর নিকটতম উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু পেয়েছেন ৯ হাজার ৫২১ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেত্রী নূর জাহান আফরিন লাকি। তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৮ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা আক্তার পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট। বেসরকারি ফলাফল ঘোষণায় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।
মাটিরাঙা উপজেলা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কাশেম ভূইয়া। স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মো: আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান পদে(কৈ মাছ) প্রতীক নিয়ে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম(আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০হাজার ৮২১ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন(চশমা) প্রতীক নিয়ে ১২ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জালাল মিয়া(তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আমেনা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম(হাঁস) প্রতীক নিয়ে ১০ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।
অন্যদিকে বুধবার সকাল ১০টার দিকে এ পাল্টাপাল্টি ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটে। ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমার অভিযোগ সরকার দলীয় লোকজন কেন্দ্রে ঢুকে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মেরেছে।
দুপুর ১টার দিকে জেলার রামগড় উপজেলার থলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল ও জাল ভোটকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান ও এক ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়েছে।
নির্বাচনে ৪টি স্তরের নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থেকে টহল অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে জেলার লক্ষীছড়ি উপজেলায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও পরে প্রভাব বিস্তারের অভিযোগে ২টি কেন্দ্র ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়। লক্ষ্মীছড়ি উপজেলায় কেন্দ্রগুলোর নাম ও ভোটার সংখ্যা উল্লেখ করা হলো – লক্ষ্মীছড়ি ইউনিয়নে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৪৭৪ ভোট), লক্ষ্মীছড়ি সরকারি কলেজ(১৯০৮ভোট), মংহলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(২৮১৯ ভোট), যতিন্দ্রকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(২৩১৪ ভোট) ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র(১০৭৫ ভোট)।
দুল্যাতলী ইউনিয়নের কেন্দ্রগুলো হলো দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(৩২২২ভোট), দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৬০৯ভোট), জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৫৪৯ ভোট)। বর্মাছড়ি ইউনিয়নের কেন্দ্রগুলো হলো বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়(৮০৬ ভোট), মুক্তাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১৪৫৬ভোট), কুতুপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১৪৬৩ ভোট), ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়(১১০৭ভোট) ও লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়(৯২০ ভোট)।
উল্লেখ্য প্রথম পর্যায়ে খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৪জন পুরুষ ও নারীসহ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে খাগড়াছড়ির চার উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে গত মঙ্গলবার দুপুরে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি ও শুকনাছড়ি দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারেযোগে ভোটের মালামাল ও জনবল পাঠানো হয়।
৪টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১৩হাজার ৮৯৭জন। ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। মঙ্গলবার ৩৭টি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছিল। বাকী কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানোর কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।




