কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা’র সাঁড়াশি অভিযানে দু’শ ত্রিশ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (০১ মার্চ)রাতে ভেড়ামারা থানাধীন চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ইয়ারুল সরদার এর বাড়ীর সামনে পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর হ’তে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপারএ এইচ এম আবদুর রকিব(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই মোঃ আশরাফুল ইসলাম ও ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ভেড়ামারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ভেড়ামারা থানাধীন চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ইয়ারুল সরদার এর বাড়ীর সামনে পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হ’তে মাদক ব্যবসায়ী মোঃ সুজন শাহ (৪১) পিতা-মৃত আবুল কাশেম শাহ, মাতা-মোছাঃ ছখিনা খাতুন, সাং-বামনপাড়া থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর হেফাজত হতে উপস্হিত স্বাক্ষীদের সামনে ২৩০পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেন।
এ সংক্রান্তে ভেড়ামারা থানায় মাদক পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন।




