নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব সিআইপি লোহাগাড়ায় গণসংযোগ করেছেন ২১ ডিসেম্বর বৃহস্পতিবার। গণসংযোগের সময় লোহাগাড়া-সাতকানিয়ার সার্বিক উন্নয়ন ও সন্ত্রাশ নির্মূলে ঈগল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এদিন লোহাগাড়া উপজেলার পদুয়া ও চরম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালেব সিআইপি আরো বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। তবে অনেক উন্নয়ন এখনও দৃশ্যমান হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগের সময় প্রার্থীর সাথে থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক, আবছার আহমদ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, লোহাগাড়া উপজেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্ঠু, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, হারুনর রশিদ রাশু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিদওয়ানুল হক সুজন, সাধরণ সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলের বিভিন্ন স্থরের নেতাকর্মী।
এছাড়াও চরম্বা ইউনিয়নে গণসংযোগের সময় চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, চরম্বা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহাদাত উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ। পদুয়া ও চরম্বা ইউনিয়নে এ স্বতন্ত্রপ্রার্থীর গণসংযোগে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন।




