চৌদ্দগ্রাম প্রতিনিধি: কোনো হুমকি দিয়ে চৌদ্দগ্রামের ৫ লক্ষ মানুষকে জিম্মি করা যাবেনা। এই চৌদ্দগ্রামে অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। সকল বাধা অতিক্রম করে আজ এই চৌদ্দগ্রামে আমার নির্বাচনী গণসংযোগে হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই চৌদ্দগ্রামের মানুষ আজ প্রমাণ করে দিয়েছে কোনো হুমকিকে ভয় পায়না। তাই আমি বলে দিতে চাই আর যদি আমার কোনো কর্মীর ওপর হামলা চালানো হয় তাহলে আমি প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিবো। আমি এই চৌদ্দগ্রামে কোনো দাঙ্গা হাঙ্গামা চাইনা আমি চাই এই চৌদ্দগ্রামের মানুষ শান্তিতে বসবাস করবে, চৌদ্দগ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পথ সভায় বক্তব্যে এইসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান ফুলকপি মার্কা নিয়ে বুধবার (২০ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজার স্থলে নির্বাচনী প্রচারণা ও গণমিছিলের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান এর সভাপতিত্বে এইসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল,ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম এ শাহীন মজুমদার,আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্ছু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়াজিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগটি চৌদ্দগ্রাম বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু করে থানা হয়ে চৌদ্দগ্রাম বাজার স্থলে এসে শেষ হয়। একপর্যায়ে গণসংযোগে ১০হাজার লোকের সমগমে জনসমুদ্রে রূপান্তরিত হয়।




