ঢাকা ব্যুরো: যোগাযোগের দক্ষতা প্রতিবেদকের অন্যতম যোগ্যতা। যেটা অর্জন করা কষ্টসাধ্য বিষয়। কারণ নিয়মিত তথ্য আদান- প্রদানের মাধ্যমেই যোগাযোগ অক্ষুন্ন থাকে। তাই একজন প্রতিবেদকের অন্যতম কাজ হলো যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে সিরাজগঞ্জ জেলার জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মো: শফিকুল করিম সাবু একথা বলেন।

মো: শফিকুল করিম সাবু বলেন, আগের দিনে সংবাদের জন্য টেলিফোন ও ফ্যাক্সের উপর নির্ভর করতে হতো। বর্তমানে সেটা নেই। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মোবাইলসহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে সহজে কাজ করতে পারছে সংবাদকর্মী।
প্রধান অতিথি আরো বলেন, পূর্বে সংবাদমাধ্যমসমূহের মধ্যে প্রতিযোগিতা ছিল। কিন্তু বর্তমানে সেটা পরিলক্ষিত হয়না।
মো: শফিকুল করিম সাবু বলেন,ভালো প্রতিবেদন তৈরি করতে হলে সংবাদকর্মীকে অবশ্যই মাঠপর্যায়ে কাজ করতে হবে। নতুবা ভাল প্রতিবেদন করা সম্ভব নয়।
তিনি আরো বলেন,কর্মেই মুক্তি, কর্মেই জীবন।

অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার মোবাইল সাংবাদিকতার পরিধি একটু বেশিই। এখান মোবাইলের মাধ্যমে প্রতিবেদন, ফিচার প্রতিবেদন, নিত্যনৈমত্তিক ঘটনাসহ সবধরণের প্রতিবেদন করার সুযোগ সৃষ্টি হয়েছে। জাফর ওয়াজেদ সামনের নির্বাচনকালীন সময়ে মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে জন্য সংবিধান ও নির্বাচনী আচরণবিধি মেনে সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ উপস্থিত ছিলেন।
পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Post Views: 439




