চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের প্রবীন সাংবাদিক দৈনিক কালবেলার চন্দনাইশ প্রতিনিধি এমএ রাজ্জাক রাজ (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাত দেড়টার সময় দোহাজারী পৌরসভাস্থ একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
রবিবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, সাবেক অধ্যক্ষ মাও. আহমদ হোসেন আল-কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, দোহাজারী আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য সাংবাদিক এমএ রাজ্জাক রাজ দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পূর্বতারা ও সর্বশেষ দৈনিক কালবেলায় চন্দনাইশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।