ঢাকা ব্যুরো: করোনা সংক্রমণ প্রতিরোধে শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে। অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করলেও ভাড়া আগের মতোই থাকছে।আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচলের নির্দেশনা রয়েছে। তবে এই অবস্থায় পরিবহন মালিকরা বাসের ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন। এরপরই বিআরটিএ বাস মালিক সমিতির বৈঠকে আলোচনার জন্য ডাকে। বৈঠকের পর বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বৈঠকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা প্রস্তাব করেছেন, বিধিনিষেধ চলাকালে বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহন করা হলে মালিকদের লোকসান গুণতে হবে না। ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হলে রাজধানীতে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীদের দুর্ভোগ বাড়বে।
বাস মালিক ও শ্রমিক নেতারা বলেন, এই পরিস্থিতিতে বাস ও বাস টার্মিনালে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এখন যেভাবে বাস ও মিনিবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে সেভাবে শতভাগ যাত্রী পরিবহন করা উচিত।
বিষয়টি নিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিবে বলেও জানা যায়।

ঢাকা ব্যুরো: করোনা সংক্রমণ প্রতিরোধে শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে। অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করলেও ভাড়া আগের মতোই থাকছে।আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচলের নির্দেশনা রয়েছে। তবে এই অবস্থায় পরিবহন মালিকরা বাসের ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন। এরপরই বিআরটিএ বাস মালিক সমিতির বৈঠকে আলোচনার জন্য ডাকে। বৈঠকের পর বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বৈঠকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা প্রস্তাব করেছেন, বিধিনিষেধ চলাকালে বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহন করা হলে মালিকদের লোকসান গুণতে হবে না। ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হলে রাজধানীতে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীদের দুর্ভোগ বাড়বে।
বাস মালিক ও শ্রমিক নেতারা বলেন, এই পরিস্থিতিতে বাস ও বাস টার্মিনালে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এখন যেভাবে বাস ও মিনিবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে সেভাবে শতভাগ যাত্রী পরিবহন করা উচিত।
বিষয়টি নিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিবে বলেও জানা যায়।