ঢাকা ব্যুরো: রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে দলগুলোর মধ্যে সংলাপের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মোটা দাগে মতৈক্য না থাকে তাহলে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন তুলে দিতে পারবে না।”
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রয়োজন জানিয়ে সিইসি বলেন, তাদের (রাজনৈতিক দল) মধ্যে সমঝোতা লাগবে। নির্বাচন আয়োজনে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে।
কার্যকর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ভারসাম্য তৈরি না করে তাহলে পুলিশ, মিলিটারি দিয়ে সবসময় নির্বাচন সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন নির্বাচন সম্ভব হবে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ একেবারেই হচ্ছে না দাবি করে সিইসি বলেন, “এটা (সংলাপ) হওয়া খুব প্রয়োজন। রাজনীতিতে আমরা জড়াতে চাই না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আবশ্যক সহায়তাটুকু প্রত্যাশা করি।”
বাংলাদেশে আগামী বছরের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Post Views: 189




