নগর প্রতিবেদক: বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪টি শট গান, ২টি পিস্তল (ম্যাগাজিন সহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরীর সামগ্রী উদ্ধার সহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।গতকাল শুক্রবার(১৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন-সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৭)।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
Post Views: 17




