সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে চুরি হওয়া গরুসহ বুলু নামের এক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল মিয়া প্রকাশ বুলু কসাই উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে। আজ শনিবার (১৭ জানুয়ারী) রাত দেড়টার দিকে উপজেলার ইসলামাবাদে বিশেষ অভিযান চালিয়ে বুলু কসাইয়ের বাড়ি থেকে গরুসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা গ্রামের আবদু শুক্কুরের স্ত্রী রোজিনা আক্তারের বসতবাড়ি থেকে একটি লাল রংয়ের গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি থানা পুলিশকে অভিযোগ দেওয়ার পর চুরি হওয়া গরুসহ কসাইকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, হতদরিদ্র রোজিনার বাড়ি থেকে গত ১ সপ্তাহ পুর্বে গরুটি চুরি হয়। অভিযোগ পেয়ে কসাই বুলুর বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে স্বীকারোক্তি অনুযায়ী তার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় অপরাপর জড়িতদেন আটকের চেষ্টা চলছে এবং চোরাই গরু থানায় নিয়ে আসা হয়েছে।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কসাইর গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। জড়িত কসাই বুলু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




