দি ক্রাইম ডেস্ক: ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথশিশুসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এসব দুর্ঘটনা ঘটে।
ডেমরার স্টাফ কোয়ার্টার সংলগ্ন ব্রিজের ওপর লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হন। তিনি পেশায় লেগুনাচালক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে ব্রিজের ওপর লেগুনা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ধাক্কা খেয়ে ওই ব্যক্তি ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যান। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর আহত ব্যক্তি আমাদের জানান, তিনি লেগুনাচালক। নিজের ঠিকানা বলার আগেই তিনি মারা যান।”
অন্যদিকে, যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
তার সঙ্গীরা জানায়, রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদের সঙ্গী মোহাম্মদ রাব্বি বলে, “আমরা ময়লার ভাগাড় থেকে পানির বোতল, লোহা-টিন কুড়িয়ে যাত্রাবাড়ীর ভাঙারি দোকানে বিক্রি করি। যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আমরা থাকি। রাতে বোতল কুড়িয়ে দনিয়া কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ট্রাক জাহিদকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ডেমরা ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।




