আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় মধ্যরাতে প্রেমিককে ডেকে এনে জোরপূর্বক বিষ পানে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। গত বুধবার দিবাগত রাতে আনোয়ারা গহিরা এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ইলিয়াস (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়। যুবকের পরিবারের দাবি রাতে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বিষ পানের মাধ্যমে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
জানা যায়, ২০২১সালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় বার আউলিয়া জামে মসজিদে ইমামতি করতেন বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ রজবী। ইমামি করা অবস্থায় পাশ্ববর্তী রিপা নামের এক মহিলার সাথে পরকীয়ায় জড়ায়। পরকীয়া সম্পর্কের কথা জেনে নিপার স্বামী রিপাকে তালাক দিয়েছিল। নিহত ইলিয়াছের গ্রামের বাড়ীতে তার একাধিক স্ত্রী। দেড় বছরের এক ছেলে সন্তান ও রয়েছে ।
নিহতের ছোট ভাই মোঃ ইউছুফ বলেন, ভাইয়ের সম্পর্কের কথা আন্দাজ করে পূর্ব কর্মস্থল আনোয়ারার গহিরা এলাকা থেকে গত আট মাস আগে বাড়িতে নিয়ে আসি আমরা। গতরাত দেড়টার দিকে ভাইয়ের নাম্বার থেকে মেসেজ পায়।“ভাইয়া ওরা আমাকে ডেকে এনে বিষ খাওয়ায় দিচ্ছে” পরবর্তীতে স্থানীয়রা আমার ভাইকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত ইলিয়াসের ভাই বলেন, আমার ভাইকে তারা পরিকল্পিত ডেকে এনে হত্যা করেছে।
নিহত ইলিয়াসের স্ত্রী নাহিদা আক্তার বলেন, আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকা রিপা ও তার ভাই খোরশেদ পুলিশ হেফাজতে রয়েছে।
আনোয়ারাৃ থানার ওসি মির্জা মোঃ হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শনে করেছি । পরকীয়ায় অভিযুক্তসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লাশ ময়না তদন্তের জন্য চমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
Post Views: 257




