মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (০৬ আগস্ট) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিতহয়।
সভায় বক্তারা বলেন, ‘ক্রান্তিলগ্নে সাংবাদিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নে কাজ করে থাকে। সব অপশক্তিকে মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা সাংবাদিক সমাজের ঐক্য বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো অন্যায়ের কাছে সাংবাদিকরা মাথা নত করবে না।’
সভায় বক্তব্য রাখেন শহীদুল করিম শহিদ, জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার, জিকির উল্লাহ জিকির, আমিনুল কবির, রফিকুল ইসলাম সোহেল, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, আনিস নাইমুল হক, মো. ইরফান উদ্দিন, জান্নাতুল বকেয়া নেহা, ফাতেমা সিরাজ, এম আনসারুল করিম হান্নান, সাইদুজ্জামান, আশরাফ বিন ইউছুপ, সাজন বড়য়া সাজু, সাদেক হোসাইন খোকা, সাইফুল ইসলাম প্রমূখ।
সভায় নতুন সদস্য হালনাগাদ ও আগামী শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Post Views: 287