ঢাকা ব্যুরো: সাংবাদিককে গালিগালাজের ঘটনায় কক্সবাজারের টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখন হাইকোর্টের নির্দেশনা মতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সকল বিভাগীয় কমিশনারদেরকে বলা হয়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য নিতে।
আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে ইউএনও কায়সার খসরু সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালির ঘটনায় শোকজ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে বাস্তব পরিস্থিতি তুলে ধরায় ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য গালিগালাজ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।