নিজস্ব প্রতিবেদক: জামালপুর সমিতি ঢাকা’র উদ্যোগে গত শুক্রবার (২২ জুলাই) জামালপুর সমিতি ঢাকা কার্যলয়ে এ সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, আলহাজ্ব ফরিদুল হক খান এমপি, প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মির্জা আজম এমপি, সভাপতি; বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক সম্পাদক; বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ এমপি, সভাপতি; পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি; বাংলাদেশ জাতীয় সংসদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফার হোসেন এমপি।
জামালপুর সমিতি ঢাকা‘র আমন্ত্রণে জামালপুর সমিতি চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম এর নের্তৃত্বে একটি দল প্রধান অতিথি মির্জা আজম এমপি কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আবুল কালাম আজাদকেও ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।