লিটন কুতুবি,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যাগে জঠিল রোগের চিকিৎসা খরচ বাবদ ২৯টি চেক, ক্যান্সার রোগীদের ৪টি চেক, হত দরিদ্র পরিবারের ঘর মেরামতের অনুদান ১৪টি চেক,শিক্ষার আর্থিক অনুদান বাবদ ১টি চেকসহ মোট ৪৮টি অনুদানের চেক বিতরণ করেন।
চিকিৎসা খরচ বাবদ বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ২৯টি চেকের মাধ্যমে এক লাখ ৫৫ হাজার টাকা, ক্যান্সার রোগীদের চিকিৎসা খরচ বাবদ ৪টি চেকের মাধ্যমে দুই লাখ টাকা,গরীব দূঃখী মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য ১৪টি চেকের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা,শিক্ষা উপবৃত্তি চেক ৫হাজার টাকাসহ মোট চার লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অর্থ বরাদ্দের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলা সমাজসেবা অফিস গত ২৮ জুন উপজেলা পরিষদ হল রুমে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ ফরিদুল ইসলাম চৌধুরী,ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আযাদ,লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস,কে,লিটন কুতুবী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের উপস্থিতিতে উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ হাসান মুরাদের ও মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে চেক গুলো বিতরণ করা হয়।




