নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার(০৯ জানুয়ারী) বিকাল ৩টা হ’তে নওগাঁ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র নওগাঁ জেলায় সক্রিয় রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রতারক চক্রের একজন সদস্য পরীক্ষার্থীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে কয়েকজন পরীক্ষার্থীকে নিয়ে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে রেস্ট হাউজের ১১ নং কক্ষ হ’তে মোঃ আহসান হাবিব (৪০) ও মোঃ মামুনুর রশিদ (৪১)কে গ্রেফতার করে। এছাড়াও পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক মোঃ আহসান হাবিবের নিকট হতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।

অভিযানকালে উক্ত রেস্ট হাউজ হতে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১), মোঃ হাবিবুর রহমান (২৬)সহ তিনজনকে আটক করা হয় এবং তাদের মোবাইল ফোনেও নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।একই হোটেলের অপর একটি কক্ষ হতে পরীক্ষার্থী মোঃ সারোয়ারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী মোঃ আবু সাইদকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওয়াসিম নামক এক প্রতারকের নিকট থেকে নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করে।

প্রতারক আহসান হাবিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রতিটি পরীক্ষার্থীর নিকট থেকে আঠারো লক্ষ টাকা নেওয়ার মৌখিক চুক্তি করে। এরই ধারাবাহিকতায় মোঃ আতাউর রহমানের নিকট থেকে অগ্রিম ১লাখ টাকা, মোঃ ফারুক হোসেনের নিকট থেকে অগ্রিম ১লাখ টাকা, হাবিবুর রহমানের পিতা ফারাজুল ইসলামের নিকট থেকে অগ্রিম ৩০হাজার টাকা গ্রহণ করেন।

জানা যায়, প্রতারক আহসান হাবিব অপর এক প্রতারক রাশেদ এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল এবং উক্ত রাশেদ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নওগাঁ শহরের হোটেল নীলসাগর-এ অভিযান পরিচালনা করে ৫০১ নং কক্ষ হতে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)-কে আটক করে। তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালু এর নিকট থেকে ৬ লক্ষ টাকা চুক্তিতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার(০৯ জানুয়ারী) বিকাল ৩টা হ’তে নওগাঁ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র নওগাঁ জেলায় সক্রিয় রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রতারক চক্রের একজন সদস্য পরীক্ষার্থীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে কয়েকজন পরীক্ষার্থীকে নিয়ে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে রেস্ট হাউজের ১১ নং কক্ষ হ’তে মোঃ আহসান হাবিব (৪০) ও মোঃ মামুনুর রশিদ (৪১)কে গ্রেফতার করে। এছাড়াও পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক মোঃ আহসান হাবিবের নিকট হতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।

অভিযানকালে উক্ত রেস্ট হাউজ হতে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১), মোঃ হাবিবুর রহমান (২৬)সহ তিনজনকে আটক করা হয় এবং তাদের মোবাইল ফোনেও নমুনা প্রশ্নপত্র পাওয়া যায়।একই হোটেলের অপর একটি কক্ষ হতে পরীক্ষার্থী মোঃ সারোয়ারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী মোঃ আবু সাইদকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওয়াসিম নামক এক প্রতারকের নিকট থেকে নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করে।

প্রতারক আহসান হাবিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রতিটি পরীক্ষার্থীর নিকট থেকে আঠারো লক্ষ টাকা নেওয়ার মৌখিক চুক্তি করে। এরই ধারাবাহিকতায় মোঃ আতাউর রহমানের নিকট থেকে অগ্রিম ১লাখ টাকা, মোঃ ফারুক হোসেনের নিকট থেকে অগ্রিম ১লাখ টাকা, হাবিবুর রহমানের পিতা ফারাজুল ইসলামের নিকট থেকে অগ্রিম ৩০হাজার টাকা গ্রহণ করেন।

জানা যায়, প্রতারক আহসান হাবিব অপর এক প্রতারক রাশেদ এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল এবং উক্ত রাশেদ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নওগাঁ শহরের হোটেল নীলসাগর-এ অভিযান পরিচালনা করে ৫০১ নং কক্ষ হতে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)-কে আটক করে। তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালু এর নিকট থেকে ৬ লক্ষ টাকা চুক্তিতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।