স্টাফ রিপোর্টার: সন্ত্রাসীর হাতে হামলার শিকার হয়েছেন সাংবাদিক আহমদ কবির। গত ১৮জুন শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির অদুরে এই হত্যা চেষ্টার শিকার হন তিনি। দুই ভাতিজাও আহত হয়। এসময় তিনি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসছিলেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় ও ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়। উল্টো এখন তাকে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে এলাকায় চট্টগ্রাম শহরে হামলা করার জন্য সন্ত্রাসী নিয়ে ঘুরাঘুরি করছে তেইন্যার পুত্র মনজুর।
স্থানীয় সুত্র জানায়, বেশ কিছুদিন ধরে হামলা করার জন্য তার গতিবিধির উপর নজর রাখছিল সন্ত্রাসীরা। চট্টগ্রাম শহরেও তার গতিবিধি অনুসরন করা হচ্ছিল। ঘটনা ফাঁস হওয়ার পর হামলা হত্যার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি সংবাদও প্রকাশ হয়। বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরীও করা হয়। গত শনিবার জরুরী প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য চট্টগ্রাম শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। যাত্রীবাহি বাসে করে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে নামেন ওইদিন। পরে সেখান থেকে একটি সিএনজি অটোরিক্সায় করে বাড়িতে যাওয়ার পথে নবীর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক আহমদ কবির। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চমেক হাসপাতালে প্রেরন করা হয়। পুর্ব শক্রতার জের ধরে বেশ কিছুদিন আগে থেকে টাউট তেইন্যা, পুত্র ফোরকান, নবীসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী সাংবাদিক আহমদ কবিরকে হামলা করার জন্য গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। এর অংশ হিসেবে গত ১৮জুন তিনি এই হামলার শিকার হন বলে জানায় স্থানীয়রা। এদিন ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এনিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।
এদিকে এঘটনাকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য একটি কল্প কাহিনী তৈরী করে থানায় অভিযোগ দেয়া হয়। বাদী করা হয় ওইদিনের হামলার নায়ক সন্ত্রাসী নবীকে। বাড়িতে হামলা সাংবাদিক আহমদ কবির, তার ভাই ভাতিজাদের উপর পুনরায় হামলা করার জন্য নানাভাবে চক্রান্ত করা হচ্ছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজা হচ্ছে। গতকাল বুধবার আনোয়ারায় চট্টগ্রাম আদালতসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। আদালতের নিচে সোনালী ব্যাংকের সামনে তেইন্যার পুত্র মনজুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী কবিরের অবস্থান কোথায় থাকেন দেখিয়ে দিতে বলেছেন শহীদ নামের এক যুবককে। নাম ধরে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হচ্ছে হত্যা করার হুমকিও দেয়া হচ্ছে বলে জানায় যুবক শহীদ। তেইন্যার পুত্র মনজুর একটি সন্ত্রাসী ঘটনার অভিযোগে অন্তত ৮মাসের অধিক জেলে ছিল।
তেইন্যা পুত্র ফোরকান এবং সিন্ডিকেট জাল-জালিয়াতের মাধ্যমে চট্টগ্রাম এলএ শাখা হতে অন্তত ৫০ লক্ষ টাকার অধিক হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে । আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক আহমদ কবির ও তার পরিবার।



