ঢাকা ব্যুরো: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে বিহারী জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বিহারীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও শটগানের গুলি করে ছত্রভঙ্গের চেষ্টা করে করে পুলিশ। এতে অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
সোমবার (১৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে বেলা ১১টা পর্যন্ত বিহারী ক্যাম্পের পকেট গেট এলাকায় থেমে থেমে সংঘর্ষ হয়েছে।
সকালে বিহারী ক্যাম্পের কয়েকশ’ নারী-পুরুষ সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। শুক্রবার জুমার নামাজে আদমজী জামে মসজিদের ভেতর পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় রবিবার দিবাগত রাত একটা থেকে সোমবার ভোররাত চারটা পর্যন্ত বিহারী ক্যাম্পের ভেতর অভিযান চালায় বিপুল সংখ্যক পুলিশ। অভিযানে ৩৫-৪০ জনকে গ্রেপ্তার, অনেক নারী-পুরুষকে লাঞ্ছিত এবং ঘরের দরজা জানালা ভাঙচুরের অভিযোগ এনেছে বিহারী ক্যাম্পের বাসিন্দারা। এর প্রতিবাদে তারা থানা কার্যালয় ঘেরাও করে। এতে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।




