মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেলকে গ্রেফতার করেছে।
শনিবার (২৮ মে) রাত ১১ বারইয়ারহাট পৌরসভার ওয়াপদা রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানী বাড়ির মৃত শফি উল্লার পুত্র। এছাড়া সে হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন।
জোরারগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেলকে সাইবার ট্রাইবুনাল মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং ২৪৫/২১।
তিনি আরও বলেন, তাকে আজ রবিবার (২৯ মে) আদালতের মাধ্যমে চালান করা হয়েছে।
Post Views: 574



