ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানার নানুপুর বাজারস্থ রাশেদ কামাল হত্যাকান্ড মামলায় সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা চার্জশীট প্রদানের প্রতিবাদে আজ শুক্রবার (২৭ মে) এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি সানমুন ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে ১নং গলি হতে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জননেতা সৈয়দ মোহাম্মদ বাকের।
তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮৮ সালে আমি একজন কর্মী হিসেবে যোগদান করি। তারই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল হতে ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করি। ২০০৩ সাল হতে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ২০১২ সাল হতে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। তৎকালীন বিএনপি-জামায়াত জোটের নির্যাতিত নির্পীড়িত ও মানবেতর জীবন যাপন করে আসছি।
বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরেও কিছু কুচক্রীমহল আমাকে সহ আমার দলের নেতাকর্মী মোট ৩৯ জনকে সুপরিকল্পিতভাবে রাশেদ কামাল হত্যায় ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়। এরই ধারাবাহিকতায় এই মিথ্যা মামলায় চার্জশীট প্রদান করেন। আমি দলের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই মামলা পুন: তদন্ত করে সঠিক সিদ্ধান্তে এসে মূলহত্যাকারীকে শাস্তির আওতায় আনা হোক।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম সিকদার, আবদুস সালাম, দিদারুল বশর দুদু, শাহেদুল আলম, ফটিকছড়ি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সামসুদ্দিন, প্রচার সম্পাদক রেজা, সদস্য আব্বাস উদ্দিন, দিদারুল আলম, ইসমাইল মাহমুদ, তোফাচ্ছের হোসেন, সোহেল হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য লিটন, লোকমান, মো. হাসান, পারভেজ, আকতার হোসেন, তৌহিদ প্রমূখ।




