প্রেস বিজ্ঞপ্তি: নগর আওয়ামীলীগের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরতে একাট্টা হয়ে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে সবার মধ্যে ভ্রাতৃবোধ সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রমের তথ্য তৃণমূল জনগণের মাঝে পৌঁছে দিতে হবে । গতকাল ২৬ মে সন্ধ্যো ৭টায় ফিরিঙ্গীবাজারস্থ দোভাষ হাউজে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে কোতোয়ালী থানার জন্য দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক সিডিএ চেয়ারম্যান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহ্বাজ এম জহিরুল আলম দোভাষের নেতৃত্বে গঠিত কমিটি কোতোয়ালী থানা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে বক্তারা এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, সদস্য নবায়নের ক্ষেত্রে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে হবে মনোযোগী হয়ে। বাদ পড়া আওয়ামীলীগের কর্মী নেতাদের অন্তর্ভুক্ত করে সদস্য নবায়ন জোরদার করতে হবে। নতুন উদ্যমে সবার ঘরে ঘরে গিয়ে নতুন সদস্য সংগ্রহ করতে হবে । ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না থাকলে জানাতে হবে। ”
কোতোয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড ইউনিট কমিটিতে বিদ্যমান কোন অভিযোগ থাকলে সেগুলো সুন্দরভাবে সমাধান সহ সদস্য নবায়নের ব্যাপারে আলোকপাত করা হয়। সেই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের দ্বারে দ্বারে তুলে ধরার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে কোতোয়ালী থানা আওয়ামীলীগের পক্ষ থেকে নগর আওযামীলীগ নেতা আলহ্বাজ এম জহিরুল আলম দোভাষসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বিশেষ বক্তা ছিলেন নগর আওয়ামীলীগ নেতা এডভোকেট চন্দন ধর, হাসান মাহমুদ শমশের।
কোতোয়ালী থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়ার সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন সহ সভাপতি মশিউর রহমান রোকন, খাইরুল ইসলাম কক্সি , মুজিবুর রহমান, এডভোকেট রণি কুমার দে, মো. আবদুল মোনায়েম, সাঈদুল আরেফীন, মো. ইউছুফ, মো.লিয়াকত আলী, মো. নাসির উদ্দিন, নীলু নাগ, এডভোকেট মহীবুল্লাহ চৌধুরী, তারেক ইমতেয়াজ ইমতু, আবু জাফর চৌধুরী, আবু বক্কর বক্কু, ডা. সমীরণ চক্রবর্তী, খোকন কান্তি নাথ,দীপক ভট্টাচার্য, অধ্যাপক মাসুম চৌধুরী, মাস্টার জসীম উদ্দিন, রাশেদ মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইউনুছ, কায়সার উদ্দিন, পীযুষ কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আবদুস সালাম, রতন আচার্য্য প্রমূখ।
সভার শুরুতে কোতোয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল মনছুরের শারীরিক অসুস্থতার জন্য দোয়া দরুদ পাঠ করে বিশেষ মুনাজাত করা হয়।



