প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরীকে করোনাকালীন মানবসেবা এবং মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় সংবর্ধনা দিয়েছে বিএইচআরএফ। আজ বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় তাসফিয়া গার্ডেনে মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা সভাপতিত্বে ও জিএম মাহাবুব হোসেনের পরিচালনায় এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম শহীদ উল্লাহ রনি, উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ, আলহাজ্ব আবদুল মালেক, রাঙ্গুনীয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার, ফোরামের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আবদুর রউফ ভুট্টো, চট্টগ্রাম জাতিয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পলাশ ধর। আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব এয়াকুব হোসেন, ফোরামের পটিয়া উপজেলা সভাপতি ওসমান গনি, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সানজিদা আকতার রিনা, সাংবাদিক ওমর ফারক, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম,এ হোসেন,
মোঃ আকবর আবছার চৌধুরী, পদ্মা অয়েল কোম্পানির ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন আবছার চৌধুরী, চট্টগ্রাম সমিতি ঢাকার সাহিত্য সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ আবছার চৌধুরী, এলজিইডি চন্দনাইশের চিফ ইঞ্জিনিয়ার মোঃ জুনায়েদ আবছার চৌধুরী, এলএনবি অটোমোবাইলস এর স্বত্বাধিকারী শাকিল মাহমুদ, ডাক্তার ফারজানা আক্তার, ডাক্তার আব্দুর রশিদ, ডাক্তার হুমায়রা কানিজ, কণ্ঠ শিল্পি নূসরাত জাহান জেরিন, মোমেনা আকতার সাথী, জাহানারা আক্তার তানিয়া, মোঃ নাঈম উদ্দীন, মহিউদ্দীন, সাংবাদিক খোরশেদ আলম, কাজী মাদল, কাইসার, জমির উদ্দিন, রোজি আকতার, খালেদা আকতার, জান্নতুল ফেরদৌস, অবঃ সার্জন মেজর আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদ সাহসী ভূমিকা রেখেছিল। কিছু মানবিক মানুষ মৃত্যুকে তুচ্ছ করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন সাহসিকতার সাথে। তাদেরই একজন সাহসী মানবিক মানুষ ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী। তাঁর সাহসিকতায় এবং ব্যাপক ভূমিকার ফলে চট্টগ্রামে করোনা সংকটকালে মৃত্যুঝুঁকি ও মৃত্যুর হ্রাসকরণে বহুলাংশে মুক্ত রাখার জন্য তিনি বিশেষ ভাবে অবদান রেখেছিল।
অনুষ্ঠান প্রধান অতিথি মানবিক সেবার স্বীকৃতি স্বরূপ মানবতা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের দিন তাহার জন্মদিন উপলক্ষে কেক কেটে এবং মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে গান পরিবেশন করেন চট্টলার সাড়া জাগানো কন্ঠ মায়া চৌধুরী।




