নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনীতিতে গতি সঞ্চার হচ্ছে। দীর্ঘ ১১ বছর পর দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে দক্ষিণের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলায় ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ডে ভরে গেছে। এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে মৌলভী সৈয়দকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা যুবলীগের প্রথম কমিটি গঠিত হয়।
সর্বশেষ ২০১০ সালে ২৩ জুলাই আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক পার্থ সারথীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবলীগ কমিটি ঘোষণা করে। এই কমিটিই ২০১২ সালের ৬ জুলাই ৭১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
দলীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জেলার বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন। তবে সম্মেলনকে ঘিরে ফেসবুকেও চলছে প্রচার-প্রচারণা।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫২ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এখান থেকে যাচাই-বাছাই করে সম্মেলনের মাধ্যমে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুকসহ কয়েকজন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান চৌধুরীসহ কয়েকজন।
গত বুধবার সন্ধ্যায় সন্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রামে মতবিনিময় সভার আয়োজন করে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম।
সভায় তিনি বলেন, বর্তমানে যুবসমাজের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে আসছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তাই আমি দক্ষিণ জেলা যুবলীগের দায়িত্ব পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।
তিনি বলেন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিতে আমি প্রস্তুত। দক্ষিণ জেলা যুবলীগকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম মুরাদ, চরখিজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক আবু নাঈম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জানা গেছে, সম্মেলনকে সফল করতে ২০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়া সম্মেলনকে সুচারুভাবে সফল করতে গঠন করা হয়েছে ১২টি উপ কমিটি। প্রায় ২০০ জনের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে কারা বসবেন সেটা কেন্দ্রীয় যুবলীগ ঠিক করে দেবে।
এদিকে সম্মেলন সফল করতে জেলা যুবলীগের সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান চৌধুরী ও রাজু দাশ হিরুকে যুগ্ম আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে দক্ষিণ জেলা যুবলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল সাংগঠনিক ইউনিট ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সম্মেলনকে সফল করতে গঠন করা উপ কমিটি গুলো হচ্ছে অর্থ উপ কমিটি, প্রচার-প্রকাশনা উপ কমিটি, শৃঙ্খলা উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, মঞ্চ সাজসজ্জা উপ কমিটি, সাংস্কৃতিক উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি ও স্বাস্থ্য উপ কমিটি।




