রাউজান প্রতিনিধি: রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীর বাসিন্দা ও শিক্ষার্থীরা প্রতিদিন নৌকায় করে হালদা নদী পার হয়ে চলাচল করে থাকে। এই তিন উপজেলার বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলে দুভোর্গ লাঘবে হালদা নদীর উপর সেতু নির্মাণের দাবী এলাকারবাসীর ।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নেয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর, ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের তেলপারই, হাটহাজারী উপজেলার লাঙ্গল মোড়া ইউনিয়নের লাঙ্গলমোড়ার সংযোগ হলো হালদা নদী। এই হালদা নদী পার হয়ে প্রতিনিয়ত এলাকার হাজার হাজার মানুষ নিত্তনৈমত্তিক কাজে চট্টগ্রাম শহর, হাটহাজারী উপজেলা, রাউজান উপজেলায় নৌকায় করে হালদা নদী পার হয়ে চলাচল করেন।
এছাড়া ও রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীম পুর, ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের তেলপারই এলাকার বাসিন্দাদের ছেলে মেয়েরা প্রতিদিন হালদা নদীর তীরে অবস্থিত লাঙ্গলমোড়া শামশুল উলুম মার্দ্রাসা, লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে লেখপাড়া করার জন্য প্রতিদিন হালদা নদী নৌকায় পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন ।
তিন উপজেলার বাসিন্দাদের ও শিক্ষার্থীদের যাতায়াতের দুভোর্গ লাঘবে রাউজানের নেয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর, ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের তেলপারই, হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের লাঙ্গল মোড়া এলাকার উপর দিয়ে প্রবাহিত হালদা নদীর বৈরাম্যা ঘাট এলাকায় হালদা নদীর উপর সেতু নির্মাণ করা হলে এলাকার হাজার হাজার মানুষের জীবনযাপন সহজতর হবে।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ঐস্থানে হালদা নদীর উপর সেতু নির্মাণ করার জন্য কয়েক ধাপে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলী এসে পরিদর্শন করে গেছেন।
স্থানীয় সরকার রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, হালদা নদীর উপর রাউজানের নেয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর, ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের তেলপারই, হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের লাঙ্গল মোড়া এলাকার সীমানায় সেতু নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে । সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখনো অনুমোদন পাওয়া যায়নি ।
ঘাটের মাঝি রুহুল আমিন জানান, প্রতিদিন তিনশত জন শিক্ষার্থী নৌকায় করে হালদা নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। শিক্ষার্থীদের কাছ থেকে ঘাটের ভাড়া তাদের অভিভাবক থেকে মাসিক নেওয়া হয় । হালদা নদী নৌকায় করে প্রতিদিন তিন উপজেলার বাসিন্দারা যাতায়াত করে। প্রতিজন থেকে ঘাট পারাপার বাবদ ১০ টাকা করে আদায় করা হয়।
রাউজানের নেয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীম পুর এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, তিন উপজেলার সীমানায় হালদা নদীতে যুগ যুগ ধরে নৌকায় করে হালদা নদী পার হয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করছেন।
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, এমপি, হাটহাজারীর সাংসদ ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তিন উপজেলার সীমনায় বসবাসকারী বাসিন্দারা।




