প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর পল্লবী থানাধীন ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আজ বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আশ্রাফ আলী গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
প্রধান অতিথি আমিনুল হক ইফতারপূর্ব আলোচনায় বলেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ হাহাকার করছে। একদিকে দেশের মানুষ আওয়ামী ভয়াবহ দুঃশাসন জর্জরিত অন্যদিকে পবিত্র মাস রমজানে খেয়ে না খেয়ে কোন রকমে দিনাতিপাত করছে গরীব মানুষ। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এখন ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠীর দুঃশাসন ও নিপীড়ণ-নির্যাতন থেকে মুক্তি পেতে সর্বশক্তি দিয়ে আন্দোলন-সংগ্রাম চালাতে দৃঢ় সংকল্পবদ্ধ। সেদিন আর বেশী দুরে নয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং আওয়ামী শাসনের মুলোৎপাটন ঘটিয়ে দেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করবো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, সদস্য গোলাম কিবরিয়া মাখন, মাহবুব আলম মন্টু, আমজাদ মোল্লা, মোঃ হানিফ মিয়া, এ বি এম এ রাজ্জাক, কমিশনার সাজ্জাদ হোসেন, মহিলা নেত্রী লাইলী বেগম, কমিশনার মেহেরুন্নেছা হক, পলি, বিএনপি নেতা মোতালেব হাওলাদার, আব্বাস খলিফা, মোঃ আমিন আলমগীর হোসেন, কাজী সেলিম, বেবী আক্তার, মোঃ ইউনুস, নুরে আলম, সুরাইয়া বেগম, বাচ্চু আসলাম, বসির, হাজী বাদশা মিয়া, সহিদুল ইসলাম চান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Post Views: 272




